২০২৫
সালের মাধ্যমিক পরীক্ষা সিরিজ
আজকের
বিষয়ঃ বাংলা [গদ্যাংশ]
২০২৫
সালের মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর জন্য আশাপূর্ণা
দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি ভালো করে
পড়বে। মনে রাখবে বাংলা গদ্যাংশ থেকে একটি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী উত্তর করতে
হয়। গদ্যাংশ থেকে দেওয়া দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর অনধিক ১৫০
টি শব্দের মধ্যে লিখতে হয়। নীচে জ্ঞানচক্ষু
গল্প থেকে সম্ভাব্য প্রশ্ন ও তার নমুনা উত্তর দেওয়া হলো। তোমরা সকলে এই প্রশ্নগুলি
ভালো করে প্রস্তুত করবে। গুছিয়ে সুন্দর করে লিখতে পারলে পূর্ণমান ৫ এর মধ্যে ৫ – ই
তোমরা পেতে পারো। তবে মনে রাখবে বানান ভুল যেন না হয়। হাতের লেখা সুন্দর করার চেষ্টা
করবে।
জ্ঞানচক্ষু গল্পের সম্ভাব্য রচনাধর্মী প্রশ্নাবলী
[প্রতিটি প্রশ্নের মান ৫]
[০১]
‘রত্নের মূল্য জহুরির কাছেই’ – এখানে কার সঙ্গে কার তুলনা করা হয়েছে? উক্তিটির তাৎপর্য
ব্যাখ্যা করো।
[০২]
‘নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের’
– তপনের ‘জ্ঞানচক্ষু’ খোলার স্বরূপ বিশ্লেষণ করো।
[০৩]
‘বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা’ – বিকেলে চায়ের টেবিলে কোন কথা ওঠে? সেই কথার প্রতিক্রিয়া
কী ছিল?
[০৪]
‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে?’ – কোন ঘটনাকে ‘অলৌকিক’ বলা হয়েছে? কেন বলা হয়েছে?
[০৫]
‘তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন’ – কোন দিন তপনের এমন মনে হয়েছিল?
তার এমন মনে হওয়ার কারণ কী?
অথবা,
[০৬]
নিজের লেখা ছাপা গল্পটি তপনের কাছে দুঃখবহ হয়ে উঠেছিল কেন, তা ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বণে
আলোচনা করো।