বাংলার নবজাগরণ কী ইতালির নবজাগরণের সমতুল্য ?

 


মাধ্যমিক প্রস্তুতি 2021, Madhyamik Preparation  2021  মাধ্যমিক ইতিহাস Madhyamik History

 

প্রশ্নঃ বাংলার নবজাগরণ কী ইতালির নবজাগরণের সমতুল্য ? [প্রশ্নমান ৪]

উত্তরঃ

ইংরাজি শিক্ষা ও পাশ্চাত্য মতাদরশের অনুপ্রবেশের ফলে উনিশ শতকে বাংলার ধর্ম, সমাজ ও সংস্কৃতিতে যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বদলে যে যুক্তিবাদী ও মানবতাবাদী দ্রিশটিভঙ্গির সৃষ্টি হয়েছিল, অনেকেই তাকে ‘নবজাগরণ’ বা রেনেসাঁস নামে উল্লেখ করেছেন।

রেনেসাঁস একটি ফরাসি শব্দ, চতুর্দশ শতকের ইতালির প্রেক্ষাপটে ঐতিহাসিক মিশেলে সর্বপ্রথম শব্দটি ব্যবহার করেন। ইউরোপীয় নবজাগরণের মূল ধারাটিকে সম্প্রসারিত করে অনেকেই বাংলার প্রগতিশীল আন্দোলনকে রেনেসাঁস বলে উল্লেখ করেছেন। আবার অনেকে বিরোধিতা করে বলেছেন যে, দুটি পরিস্থিতি সম্পূর্ণ পৃথক এবং এদের মধ্যে মিল খোঁজা বৃথা।

তবে ইউরোপীয় রেনেসাঁসের বেশ কিছু লক্ষণ বাংলার রেনেসাঁসে আছে। যেমন –

·        ইউরোপের নবজাগরণের ধর্মসংস্কার ও জ্ঞানদীপ্তি উনিশ শতকের বুদ্ধিজীবি ও শিক্ষিত সম্প্রদায়কে গভীরভাবে প্রভাবিত করেছিল।

·        যে যুক্তিবাদ, স্বাধীনচিন্তা, মানবতাবাদকে ইউরোপের রেনেসাঁর প্রাণ ধরা হয়, উনিশ শতকের বাংলায় তার সম্যক বিকাশ দেখা যায়।

·        ইউরোপীয় সভ্যতা, দর্শন ও বিজ্ঞানে যে জোয়ার এসেছিল, তার প্রভাবে বাংলা সাহিত্যেও এসেছিল প্রাণচাঞ্চল্য।

·        ইউরোপীয় রেনেসাঁসের শহরকেন্দ্রিকতার মতো বাংলার নবজাগরণ ছিল মূলত কলকাতা কেন্দ্রিক।

অন্যদিকে যারা বিপরীত মত পোষণ করেন, তাদের মতে –

·        ইউরোপীয় রেনেসাঁসের উৎসমূল ছিল সেখানকার সমাজ ও ইতিহাসের মধ্যে। কিন্তু আমাদের রেনেসাঁসের প্রেরণা এসেছিল বাইরে থেকে – বিশেষকরে ঔপনিবেশিক শাসনের প্রভাবে।

·        ইউরোপের রেনেসাঁসের জন্ম দিয়েছিল নবজাগ্রত শিল্প – বাণিজ্য নির্ভর বুর্জোয়া শ্রেণি, কিন্তু বাংলায় রেনেসাঁস শুরু করেছিল চাকুরিজীবী মধ্যবিত্ত।

·        ইউরোপীয় নবজাগরণে গ্রেকো – রোমান মূল্যবোধের পুনঃপ্রবর্তন হয়েছিল। কিন্তু এদেশে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি কোনোদিনই বিলুপ্ত হয়নি।

তবে পক্ষে বা বিপক্ষে যাই মত থাকুক না কেন, একথা বলাই যায়, প্রকৃতপক্ষে বাংলার নবজাগরণ আত্মজাগরণের দিকনির্দেশ করেছিল। ঐতিহাসিক সুশোভন সরকার ১৯৪৬ খ্রিষ্টাব্দে উভয়ের মিল খুঁজে পেলেও ১৯৬১ খ্রিষ্টাব্দে একটি প্রবন্ধে স্বীকার করেছেন উভয়ের মধ্যে পার্থক্য ছিল বিস্তর। তাই তুলনা করে একথা বলাই সঙ্গত যে, উভয়েই নিজের গৌরবে ভাস্কর।     

Previous
Next Post »