ভারতের শিল্পঃ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি লেখো।



উত্তরঃ

কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত বর্তমানে বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করে। মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চল সহ পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। এই অঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার মূল কারণগুলি হলো

[০১] কাঁচামাল

কার্পাস বয়ন শিল্পের প্রধান উপাদান হলো কার্পাস বা তুলো। মহারাষ্ট্র ও গুজরাটের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে প্রচুর তুলো উৎপন্ন হয় বলে কার্পাসবয়ন কলগুলি সহজে ও কম খরচে কাঁচামাল সংগ্রহ করতে পারে।

[০২] আবহাওয়া

মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের উপকূল অঞ্চলের আর্দ্র আবহাওয়া কার্পাস বয়ন শিল্পের পক্ষে অনুকূল। এরকম আর্দ্র আবহাওয়ায় সুতো ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কম থাকে।  

[০৩] শক্তিসম্পদের প্রাচুর্য

কাপড়ের কলগুলিকে সবসময় চালু রাখার জন্য সুলভ শক্তি সরবরাহ প্রয়োজন। এই শিল্পের প্রাথমিক পর্যায়ে কার্পাসবয়ন কলগুলি দক্ষিণ আফ্রিকার নাটাল ও ট্রান্সভান্স প্রদেশ থেকে আমদানিকৃত জ্বালানি কয়লার সাহায্যে চালানো হতো। বর্তমানে ধুভারান, কোরবা, সাতপুরা, নাগপুর, কয়না, গান্ধিসাগর, উকাই, ট্রম্বে, নাসিক প্রভৃতি কেন্দ্র থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায়।

[০৪] বন্দরের নৈকট্য

মুম্বাই, জওহরলাল নেহেরু, কান্ডালা, সুরাত, সিক্কা, পোরবন্দর, ভাবনগর প্রভৃতি বন্দর দিয়ে কাঁচা তুলো, বয়ন শিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি এবং বিশ্বের বাজারে কার্পাস বস্ত্র রপ্তানি করা সুবিধাজনক।

[০৫] উন্নত পরিবহন ব্যবস্থা

এই অঞ্চলটি পশ্চিম ও মধ্য রেলপথ এবং 3, 4, 6, 7, 8 প্রভৃতি সড়কপথের মাধ্যমে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত রয়েছে। উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে ওঠায় কাঁচামাল কার্পাসবয়ন কলগুলিতে নিয়ে আসা এবং উৎপাদিত দ্রব্য সহজেই দেশীয় বাজারে পাঠানো সম্ভব হয়।



[০৬] সুলভ শ্রমিক

এই অঞ্চলটি জনবহুল এবং নিকটবর্তী কোঙ্কণ, সাতারা, শোলাপুর প্রভৃতি অঞ্চল কৃষিতে অনগ্রসর হওয়ায় এই অঞ্চলগুলি থেকে প্রচুর সংখ্যক সুলভ শ্রমিক পাওয়া যায়।

[০৭] বাজার

ইংরেজ শাসনাধীনে মুম্বাই ছিল প্রাদেশিক রাজধানী শহর। স্বাভাবিকভাবেই এই শহরকে কেন্দ্র করে ঘন জনবসতি গড়ে ওঠে এবং বিশাল বাজারের সৃষ্টি হয়। এর ফলে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা দেখা দেয় ও অন্যান্য সুবিধাগুলিকে কাজে লাগিয়ে নতুন নতুন কাপড় কল গড়ে ওঠে।

 

Previous
Next Post »