মাধ্যমিক প্রস্তুতি 2021, Madhyamik
Preparation 2021 মাধ্যমিক ইতিহাস Madhyamik History
প্রশ্নঃ নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা
করো। [প্রশ্নমান ৪]
উত্তরঃ
উনিশ শতকে বাংলা সাহিত্যে ঔপনিবেশিক সরকারের প্রতি
ক্ষোভ ও ক্রোধ অত্যন্ত বলিষ্ঠ ভাষায় প্রতিফলিত হয়েছিল। নাট্য সাহিত্যের ক্ষেত্রে
দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ (১৮৬০) নাটকটি জনমানসে তীব্র চাঞ্চল্য সৃষ্টি
করেছিল।
প্রেক্ষাপটঃ
নীলদর্পণের উপজীব্য বিষয় হলো নীলকর সাহেবদের অত্যাচার ও
তার বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। উনিশ শতকে ইংল্যান্ডে শিল্প
বিপ্লবের ফলে বস্ত্র বয়ন শিল্পে যুগান্তর আসে। ফলে কাপড় রঙ করার জন্য ভারতীয় নীলের
চাহিদা বাড়তে থাকে। এই অবস্থায় কোম্পানির পৃষ্ঠপোষকতায় নীলকর সাহেবরা বাংলা ও বিহারে
প্রচুর পরিমাণে নীল চাষ করতে থাকে।
নীলকর সাহেবরা চাষিদের ‘দাদন’ বা অগ্রিম দিয়ে নীলচাষ
করাতো। শর্ত ছিল চাষিরা উৎপন্ন ফসল নীলকরদের হাতে তুলে দেবে। অনেকসময় জমিদারেরাও
চাপ সৃষ্টি করতো। শর্ত না মানলে নীলকরেরা বল প্রয়োগ বা অত্যাচারের মাধ্যমে তাঁদের
তা মানতে বাধ্য করাতো। এই নীলকরেরা চাষিদের কাছে ত্রাসের নামান্তর ছিল। শেষ
পর্যন্ত বাংলার কৃষক সমাজ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে; শুরু হয় ‘নীল
বিদ্রোহ’।
এইসময় নীলকরদের অত্যাচারের কথা দেশীয় পত্রপত্রিকায়
প্রকাশিত হতে শুরু করলে জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হরিশচন্দ্র
চট্টোপাধ্যায় তাঁর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশ করলে
বাংলার বুদ্ধিজীবিরাও এর সমালোচনা শুরু করেন।
ঠিক এই পটভূমিকায় দীনবন্ধু মিত্র নবজাগ্রত জাতীয়তাবাদের
আদর্শে অনুপ্রাণিত হয়ে ‘নীলদর্পণ’ নাটকটি রচনা করেন ।
গুরুত্বঃ
এই নাটকের জনপ্রিয়তা জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি
করে। বঙ্কিমচন্দ্র একে Uncle Tom’s Cabin এর সঙ্গে তুলনা করেন। মধুসূদন
দত্ত এর ইংরেজি অনুবাদ করেন ও তা জেমস লঙের নামে প্রকাশিত হয়। এর পাশাপাশি তিনি
নীলকরদের শোষণের স্বরূপ তুলে ধরার জন্য পুস্তিকা প্রকাশ করেছিলেন। এজন্য লঙ
সাহেবের জরিমানা ও কারাদন্ড হয়। তবে এই অনুবাদের ফলে ভারতের ইংরেজি শিক্ষিত মানুষ
ও বহির্বিশ্বের কাছে কোম্পানি শাসনের নগ্ন রূপটি প্রকাশিত হয়ে যায়।
এই বিদ্রোহে শুধু বাংলার প্রান্তিক কৃষক সম্প্রদায়ের
মানুষ অংশগ্রহণ করেছিল। কিন্তু নীলদর্পণের মাধ্যমে এই বিদ্রোহের মূল রূপটি
শিক্ষিত, শহুরে মানুষের কাছে উদ্ভাসিত হয়। এই প্রচারে বিব্রত ঔপনিবেশিক সরকার
পূর্ববর্তী কৃষক বিদ্রোহগুলির মতো তীব্র দমননীতি প্রয়োগ করতে পারেনি। পাশাপাশি
নীলদর্পণ কিছুটা হলেও জাতীয়তাবাদী মনোভাব প্রচার করতে সক্ষম হয়েছিল।
নীলদর্পণ – এর মূল্যায়ণ করে শিবনাথ শাস্ত্রী মহাশয় তাই
যথার্থই বলেছেন – “নীলদর্পণ” আমাদের অভিভূত করেছে।