ভূগোলের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নাবলী


মাধ্যমিক পরীক্ষার উপযোগী ভূগোলের পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে দেওয়া হলো। 
১। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত ?
- আর্গ । 
২। বায়ুতে ভাসমান অতিসূক্ষ্ম কণাকে কি বলে ? 
- এরোসল । 
৩। নৈশদ্যুতি মেঘ দেখা যায় বায়ুমন্ডলের কোন স্তরে ? 
- মেসোস্ফিয়ার । 
৪। একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ দাও । 
- ম্যালাসপিনা । 
৫। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী ? 
- কৃষ্ণা । 
৬। একটি কাস্পেট বদ্বীপের উদাহরণ দাও ।
- তাইবার । 
৭। কোন্ বায়ুপ্রবাহ  The Doctor নামে পরিচিত ? 
- হারমাট্টান । 
৮। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে ?
- গঙ্গা।  
৯। বায়ুমন্ডলের কোন স্তরে শুক্তি মেঘ দেখা যায় ? 
- স্ট্রাটোস্ফিয়ার । 
১০। ভারত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখ । 
- পশ্চিম অস্ট্রেলীয় স্রোত । 
১১। কৃত্রিম রাবার কোন ধরনের বর্জ্য ? 
- জৈব অভঙ্গুর । 
১২। কাবেরী নদীর উপর অবস্থিত জলপ্রপাত টির নাম কি ? 
- শিবসমুদ্রম ।
১৪। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত ? 
- কটক । 
১৫। ভারতের 'সিলিকন ভ্যালি' কাকে বলা হয় ? 
- ব্যাঙ্গালুরু । 
১৬। উদীয়মান শিল্প কাকে বলে ? 
- পেট্রো রাসায়নিক শিল্প । 
১৭। ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কি প্রকৃতির ? 
- ম্যানগ্রোভ । 
১৮। বায়ুমন্ডলের কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় ? 
- মেসোস্ফিয়ার । 
১৯। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত ? 
- ২৪ ঘন্টা ৫২ মিনিট । 
২০। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী ?
- চন্ডিগড় ।  
২১। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম লেখ । 
- মৌসিনরাম । 
২২। পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে ?  
- সল্টলেক । 
২৩। প্লাস্টিক কোন ধরনের বর্জ্য ? 
- জৈব অভঙ্গুর । 
২৪। ভারতের সর্বেক্ষণ বিভাগ কবে স্থাপিত হয় ? 
- ১৭৬৭ সালে । 



Previous
Next Post »