আঞ্চলিক ভূগোলের সংক্ষিপ্ত উত্তরধরমী প্রশ্নাবলী প্রশ্ন সেট 1। [প্রতিটি প্রশ্নের মান ২]

মাধ্যমিক প্রস্তুতি 2021 Madhyamik Preparation 2021 মাধ্যমিক ভূগোল Madhyamik Geography


১। দুন উপত্যকা কাকে বলে ?
২। ডেকান ট্র্যাপ কী ?
৩। বাগিচা ফসল কী ?
৪। পোতাশ্রয় কাকে বলে ?
৫। ‘অনুসারী শিল্প’ বলতে কী বোঝ ?
৬। ভারতের একটি তথ্যপ্রযুক্তি শিল্পকেন্দ্র ও একটি তৈল রাসায়নিক শিল্পকেন্দ্রের নাম লেখো।
৭। ভারতে পশ্চিম উপকূলে অবস্থিত দুটি বন্দরের নাম লেখো।
৮। সোনালী চতুর্ভুজ কী ?
৯। ‘শিকড় আলগা শিল্প’ কাকে বলে ?
১০। করমন্ডল উপকূলে বছরে দু’বার বৃষ্টিপাত হয় কেন ?
১১। বাণিজ্যিক শস্য কাকে বলে ?
১২। ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে ?
১৩। ভারতের কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো।
১৪। দামোদর পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো।
১৫। সামাজিক বনসৃজন কী ?
১৬। জনঘনত্ব কাকে বলে ?
১৭। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ?
১৮। ভারতের দুটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম লেখো।
১৯। ভারতীয় কৃষির দুটি সমস্যা উল্লেখ করো।
২০। ময়দান ও মালনাদ কাকে বলে ?
২১। রজ্জুপথের দুটি গুরুত্ব লেখো।
২২। দামোদন নদী পরিকল্পনার দুটি সুফল লেখো।
২৩। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির দুটি কারণ লেখো।
২৪। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো।
২৪। নর্মদা ও তাপ্তী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন ?   
ছাত্রছাত্রীরা তোমরা উত্তরগুলি লিখে মেল বডিতে টাইপ করে অথবা ইউনিকোডে লিখে ওয়ার্ড ফাইল পাঠিয়ে দাও নিচের ইমেল আইডি তে। উত্তরের সঙ্গে তোমাদের নাম ও বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে। তোমরা কাগজে লিখে ছবি তুলেও পাঠাতে পারো, তবে সেক্ষেত্রে পরিস্কার ছবি হতে হবে।
সেরা উত্তরগুলি তোমাদের নাম সহ এই ব্লগে দেওয়া হবে।   
ইমেল আইডিঃ feedbackmpstudyplus@gmail.com
Previous
Next Post »