ভারতের পরিবহনঃ ভারতের অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের গুরুত্ব আলোচনা করো।



উত্তরঃ

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে সেই দেশের পরিবহন ব্যবস্থার অবদান অপরিসীম। ভারতও এর ব্যতিক্রম নয়। ভারতের কৃষি, শিল্প, ব্যবসা – বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা প্রভৃতি ক্ষেত্রে পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি নিচে আলোচনা করা হলো।
[ক] অভ্যন্তরীণ বাণিজ্য –
পরিবহন ব্যবস্থার ফলে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটেছে। একস্থান থেকে অন্যস্থানে পণ্য পরিবহনের জন্য সড়কপথ, রেলপথ ও জলপথ পরিবহন ব্যবস্থাকে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে।
[খ] যন্ত্রশিল্প –
ভারতের শিল্পগঠনে – বনজ, প্রাণীজ, খনিজ ও কৃষিজ কাঁচামাল শিল্পকেন্দ্রে নিয়ে যেতে এবং শিল্পজাত পণ্য বাজারে পাঠাতে সুষ্ঠু পরিবহন – ব্যবস্থা এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।
[গ] কৃষি –
ভারত কৃষিপ্রধান দেশ। ভারতের অর্থনীতি কৃষিজ দ্রব্যের উৎপাদন ও সুষ্ঠু বন্টনের ওপর নির্ভরশীল। কৃষিজ ফসল বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য উন্নত পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়।
[ঘ] প্রাকৃতিক সম্পদ আহরণ –
প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা দরকার। উদাহরণস্বরূপ বলা যায়, হিমালয় অঞ্চলে পরিবহন – ব্যবস্থা ঠিকমতো গড়ে না ওঠায় ওই অঞ্চলের বহু প্রাকৃতিক সম্পদ এখনও অনাবিষ্কৃত এবং অসংগৃহীত অবস্থায় রয়েছে। তবে বর্তমানে উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে ওইসব অঞ্চলের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করা হচ্ছে।
[ঙ] দুর্গত অঞ্চলের পরিসেবা –
দেশে দুর্ভিক্ষ, মহামারি অথবা বন্যা বা খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সেই দুর্যোগ পীড়িত অঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে দ্রুতগতিতে খাদ্যদ্রব্য ও অন্যান্য সাহায্য পৌঁছে দেওয়া যায়।
[চ] শিক্ষা ও সংস্কৃতি –
পরিবহন দ্বারা যাত্রী চলাচলের সুযোগ বৃদ্ধি পায় এবং তার ফলে দেশ বিদেশের মানুষের যাতায়াতের মাধ্যমে শিক্ষা – সংস্কৃতি, বৈজ্ঞানিক গবেষণা, কারিগরি ও প্রযুক্তিবিদ্যার পারস্পরিক আদান প্রদান ঘটে। এর ফলে শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটে ও জীবনযাত্রার মান উন্নত হয়।
[ছ] প্রতিরক্ষা –
দেশরক্ষার ব্যাপারে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা দরকার। এই কারণে ভারতের বিভিন্ন সীমান্তে প্রচুর সড়কপথ নির্মাণ করা হচ্ছে।
সুতরাং দেখা যাচ্ছে যে, দেশের অর্থনৈতিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।      
Previous
Next Post »