ভারতের জনসংখ্যাঃ ভারতের নগরায়ণের সমস্যাগুলি আলোচনা করো।




প্রশ্নঃ ভারতের নগরায়ণের সমস্যাগুলি আলোচনা করো।

 

উত্তরঃ

 

বিশ্বের উন্নত দেশগুলির তুলনায় ভারতের নগরায়ণের হার [36.16 %] খুব কম এবং ধীরগতিসম্পন্ন হলেও বিভিন্ন শহরে আর্থ সামাজিক ক্ষেত্রে একাধিক গুরুতর সমস্যা সৃষ্টি হয়েছে। যেমন

[০১] অপরিকল্পিত নগরায়ণ

ভারতের অধিকাংশ শহর ও নগর অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় অপ্রসস্থ রাস্তাঘাটে যানজট দেখা যায় এবং পয়ঃপ্রণালী ব্যবস্থা উন্নত না হওয়ায় জলনিকাশের সমস্যা দেখা যায়।

[০২] মানুষের শহরমুখী প্রবণতা

বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিনোদন, কর্মসংস্থান প্রভৃতি সুযোগসুবিধা নেওয়ার জন্য ভারতের শহরগুলিতে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটে। এরফলে যানজট, বাসস্থানের সমস্যা সহ পরিবেশ দূষণ জনিত সমস্যার নানা ঘটনা ঘটছে।



[০৩] পরিকাঠামোর অভাব

পরিকল্পনাহীনভাবে শহরগুলি গড়ে ওঠায় শহরগুলিতে নানারকম সমস্যা দেখা যায়। যেমন -  

[ক] বসতি সমস্যা

সমগ্র ভারতে শহরগুলিতে জনসংখ্যা খুব দ্রুত হার বৃদ্ধি পাওয়ার কারণে বাসস্থানের অভাব চরম আকার ধারণ করেছে। গ্রাম থেকে মানুষ জীবিকার সন্ধানে এসে স্থানাভাবে আশ্রয় নেয় নিম্নবিত্ত অঞ্চল, ঝুপড়ি বা বস্তিতে। ফলে ভারতের প্রথম শ্রেণির শহরে বস্তির সংখ্যা দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে।

[খ] পরিবহনের সমস্যা

ভারতে নগর ও মহানগরগুলির পরিধি যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। শহরের আয়তন বৃদ্ধির সঙ্গে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের বহুমুখী বিকাশ ঘটার ফলে যাত্রীবাহী যানের পাশাপাশি পণ্যবাহী যানের সংখ্যাও অস্বাভাবিক হারে বাড়ছে। ফলে যানজটের সমস্যা তীব্র হচ্ছে।

[গ] স্বাস্থ্যজনিত সমস্যা

ভারতের নগরগুলিতে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি বলে বিভিন্ন পরিবেশগত সমস্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে বায়ুদূষণ, শব্দদূষণ ও জলদূষণ উল্লেখযোগ্য। ফলে মানুষের দৈহিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটছে।

[ঘ] শিক্ষাজনিত সমস্যা -  

ভারতে নগরায়ণের প্রভাবে শহরের জনসংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত বাড়ছে। ফলে প্রতিষ্ঠানগুলিতে পরিকাঠামোর অভাব দিন দিন প্রকট হচ্ছে ও শিক্ষার গুণগত মান হ্রাস পাচ্ছে।

[ঙ] জলনিকাশী সমস্যা

শহরগুলি অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় রাস্তাঘাট, বসতবাড়ি হঠাৎ কয়েক ঘন্টার প্রবল বৃষ্টি কিংবা একটানা দু একদিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে।   

 

 

আরও দেখোঃ

ভারতের অর্থনৈতিক উন্নয়নে পরিবহনের গুরুত্ব আলোচনাকরো।

ভারতে শহর ও নগর গড়ে ওঠার কারণ কী ?

 

Previous
Next Post »