মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়িকা হিসেবে এই পোস্টটি তৈরি করা হয়েছে। এখানে ভূগোল বিষয়ের পাঠ্যক্রম থেকে নির্বাচিত ও গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) এবং তাদের সঠিক উত্তরগুলি সাজিয়ে দেওয়া হলো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দ্রুত চোখ বুলিয়ে নেওয়ার জন্য এটি অপরিহার। তাহলে, সময় নষ্ট না করে শুরু করা যাক তোমাদের ভূগোলের রিভিশন!
বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।
[১] একটি নদী অববাহিকা অন্য নদী অববাহিকা থেকে যে উচ্চভূমি দ্বারা বিচ্ছিন্ন হয়, তাকে বলে-
(ক) নদী উপত্যকা
(খ) দোয়াব
(গ) জলবিভাজিকা
(ঘ) ধারণ অববাহিকা
সঠিক উত্তর: [গ] জলবিভাজিকা
[২] ম্যাটারহর্ণ শৃঙ্গ একটি-
(ক) অ্যারেট
(খ) হিমদ্রোণি
(গ) ব্র্যাগ
(ঘ) পিরামিড চূড়া
সঠিক উত্তর: [ঘ] পিরামিড চূড়া
[৩] চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে বলে -
(ক) মেসা
(খ) প্রিয়ন
(গ) লোয়েস
(ঘ) ধ্রিয়ান
সঠিক উত্তর: [খ] ধ্রিয়ান
[৪] হিমরেখার উচ্চতা সবচেয়ে কম হয় -
(ক) নিরক্ষীয় অঞ্চলে
(খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(গ) উপক্রান্তীয় অঞ্চলে
(ঘ) মেরু অঞ্চলে
সঠিক উত্তর: [ঘ] মেরু অঞ্চলে
[৫] বায়ু দ্বারা সূক্ষ্ম পীত বালিকণা বহুদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলে-
(ক) সিফ
(খ) বার্খান
(গ) লোয়েস
(ঘ) পেডিমেন্ট
সঠিক উত্তর: [গ] লোয়েস
[৬] মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে-
(ক) ওয়াদি
(খ) প্লায়া
(গ) ধান্দ
(ঘ) কাতারা
সঠিক উত্তর: [খ] প্লায়া
[৭] উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়-
(ক) আরোহণ
(খ) অবরোহণ
(গ) অবঘর্ষ
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়ায়
সঠিক উত্তর: [ঘ] নগ্নীভবন
[৮] হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে বলে-
(ক) করি হ্রদ
(খ) প্যাটারনস্টার হ্রদ
(গ) ফিয়র্ড হ্রদ
(ঘ) টার্ন হ্রদ
সঠিক উত্তর: [খ] প্যাটারনস্টার হ্রদ
[৯] মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে বলে -
(ক) প্লায়া
(খ) ওয়াদি
(গ) বাজাদা
(ঘ) পেডিমেন্ট
সঠিক উত্তর: [খ] ওয়াদি
[১০] ট্রপোস্ফিয়ারের উর্দ্ধসীমায় উষ্ণতার পরিবর্তনহীন অঞ্চলকে বলে-
(ক) ট্রপোপজ
(খ) স্ট্র্যাটোপজ
(গ) মেসোপোজ
(ঘ) এক্সোপজ
সঠিক উত্তর: [ক] ট্রপোপজ
[১১] বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল-
(ক) মিলিবার
(খ) ডিগ্রি সেন্টিগ্রেড
(গ) অক্টাস
(ঘ) নট্
সঠিক উত্তর: [ঘ] নট্
[১২] যে নিয়ত বায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে সেটি হল-
(ক) আয়ন বায়ু
(খ) পশ্চিমা বায়ু
(গ) মেরু বায়ু
(ঘ) মৌসুমী বায়ু
সঠিক উত্তর: [ক] আয়ন বায়ু
[১৩] কোনটি অধঃক্ষেপনের অন্তর্গত-
(ক) ধোঁয়াশা
(খ) কুয়াশা
(গ) উল্কাপাত
(ঘ) শিলা বৃষ্টি
সঠিক উত্তর: [ঘ] শিলা বৃষ্টি
[১৪] ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হলো -
(ক) হ্যারিকেন
(খ) সাইক্লোন
(গ) টাইফুন
(ঘ) টর্নেডো
সঠিক উত্তর: [ক] হ্যারিকেন
[১৫] যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন তা হলো -
(ক) ভূ-মধ্য সাগরীয় জলবায়ু
(খ) মৌসুমী জলবায়ু
(গ) তুন্দ্রা-জলবায়ু
(ঘ) নিরক্ষীয় জলবায়ু
সঠিক উত্তর: [ঘ] নিরক্ষীয় জলবায়ু
[১৬] পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়-
(ক) 33%
(খ) 34%
(গ) 32%
(ঘ) 38%
সঠিক উত্তর: [খ] 34%
[১৭] চিন সাগরে সৃষ্ট বিধ্বংসী ঘূর্ণিঝড়কে বলে-
(ক) হ্যারিকেন
(খ) সাইক্লোন
(গ) টাইফুন
(ঘ) টর্নেডো
সঠিক উত্তর: [গ] টাইফুন
[১৮] গ্র্যান্ড ব্যাংক একটি -
(ক) নদীচড়া
(খ) চড়া
(গ) সমুদ্রদ্বীপ
(ঘ) মগ্নচড়া
সঠিক উত্তর: [ঘ] মগ্নচড়া
[১৯] সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ -
(ক) বায়ুপ্রবাহ
(খ) সমুদ্র জলের লবণতা
(গ) কোরিওলিস বল
(ঘ) পৃথিবীর পরিক্রমণ
সঠিক উত্তর: [গ] কোরিওলিস বল
[২০] কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান হয়-
(ক) 45° কোণে
(খ) 90° কোণে (সমকোণে)
(গ) 66
°কোণে
(ঘ) সরলরেখায়
সঠিক উত্তর: [খ] 90° কোণে
[২১] মগ্নচড়া সৃষ্টি হয়-
(ক) শীতল স্রোতের কারণে
(খ) উষ্ণ স্রোতের কারণে
(গ) উষ্ণ ও শীতল স্রোতের মিলনে
(ঘ) নিয়ত বায়ু প্রবাহের কারণে
সঠিক উত্তর: [গ] উষ্ণ ও শীতল স্রোতের মিলনে
[২২] মরা কোটাল হয় -
(ক) পূর্ণিমা তিথিতে
(খ) শুক্লপক্ষের অষ্টমী তিথিতে
(গ) কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে
(ঘ) শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে
সঠিক উত্তর: [ঘ] শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে
[২৩] সোমালি স্রোত দেখা যায়-
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) প্রশান্ত মহাসাগরে
(গ) ভারত মহাসাগরে
(ঘ) সুমেরু মহাসাগরে
সঠিক উত্তর: [গ] ভারত মহাসাগরে
[২৪] গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি যন্ত্র হল -
(ক) স্ক্র্যাবার
(খ) কম্পোস্টিং
(গ) ভরাটকরণ
(ঘ) সবকটিই
সঠিক উত্তর: [ক] স্ক্র্যাবার
[২৫] হিরোসিমা ও নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা -
(ক) গ্যাসীয় বর্জ্যের উদাহরণ
(খ) বিষাক্ত বর্জ্যের উদাহরণ
(গ) তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ
(ঘ) বিষহীন বর্জ্যের উদাহরণ
সঠিক উত্তর: [গ] তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ
[২৬] ফ্লাইঅ্যাশ উৎপন্ন হয় যেখান থেকে, তা হল -
(ক) তাপবিদ্যুৎ কেন্দ্র
(খ) জলবিদ্যুৎ কেন্দ্র
(গ) পারমাণবিক কেন্দ্র
(ঘ) বায়ুশক্তি কেন্দ্র থেকে উৎপন্ন হয়
সঠিক উত্তর: [ক] তাপবিদ্যুৎ কেন্দ্র
[২৭] একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো-
(ক) সবজির খোসা
(খ) ইনজেকশন সিরিঞ্জ
(গ) খাবারের প্যাকেট
(ঘ) সাবান ধোয়ার জল
সঠিক উত্তর: [খ] ইনজেকশন সিরিঞ্জ
[২৮] ভারতের বৃহত্তম উপহ্রদ হল -
(ক) ডাল
(খ) উলার
(গ) সম্বর
(ঘ) চিল্কা
সঠিক উত্তর: [ঘ] চিল্কা
[২৯] ভারতের দীর্ঘতম সেচখাল –
(ক) পূর্ব যমুনা খাল
(খ) সারদা খাল
(গ) পশ্চিম যমুনা খাল
(ঘ) উচ্চগঙ্গা খাল
সঠিক উত্তর: [খ] সারদা খাল
[৩০] কৃষ্ণমৃত্তিকার অপর নাম -
(ক) রেহ
(খ) ভাবর
(গ) খাদার
(ঘ) রেগুর
সঠিক উত্তর: [ঘ] রেগুর
[৩১] ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম -
(ক) পাঞ্জাব
(খ) উত্তরপ্রদেশ
(গ) বিহার
(ঘ) রাজস্থান
সঠিক উত্তর: [ক] পাঞ্জাব
[৩২] ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় -
(ক) বুবুড়িতে
(খ) থানেতে
(গ) মুম্বাইতে
(ঘ) কোয়েম্বাটুরে
সঠিক উত্তর: [গ] মুম্বাইতে
[৩৩] ভারতের একটি নদী বন্দর হল -
(ক) কোচি
(খ) পারাদ্বীপ
(গ) কলকাতা
(ঘ) চেন্নাইতে
সঠিক উত্তর: [গ] কলকাতা
[৩৪] ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন শহরের উপর দিয়ে গেছে-
(ক) এলাহাবাদ
(খ) লখনউ
(গ) আমেদাবাদ
(ঘ) দিল্লি
সঠিক উত্তর: [ক] এলাহাবাদ
[৩৫] ছোটোনাগপুরের সর্বোচ্চ পাহাড় হল-
(ক) রাজমহল
(খ) পরেশনাথ
(গ) বিহারীনাথ
(ঘ) অযোধ্যা
সঠিক উত্তর: [খ] পরেশনাথ
[৩৬] পশ্চিমী ঝঞ্ঝা ভারতে কোন সময়ে প্রবেশ করে -
(ক) গ্রীষ্মকালে
(খ) বর্ষাকালে
(গ) শরৎকালে
(ঘ) শীতকালে
সঠিক উত্তর: [ঘ] শীতকালে
[৩৭] কোন রাজ্যকে ভারতে চিনির বাটি বলে -
(ক) হিমাচল প্রদেশ
(খ) উত্তরপ্রদেশ
(গ) হরিয়ানা
(ঘ) পাঞ্জাব
সঠিক উত্তর: [খ] উত্তরপ্রদেশ
[৩৮] কোনটি বেসরকারী উদ্যোগে স্থাপিত ইস্পাত কেন্দ্র-
(ক) ভিলাই
(খ) জামসেদপুর (টাটা স্টিল)
(গ) রৌরকেল্লা
(ঘ) দুর্গাপুর
সঠিক উত্তর: [খ] জামসেদপুর
[৩৯] ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল -
(ক) NH-1
(খ) NH-2
(গ) NH-6
(ঘ) NH-44 (পুরোনো NH-7)
সঠিক উত্তর: [ঘ] NH-44 (পুরোনো NH-7)
[৪০] ওড়িশায় সুবর্ণরেখা থেকে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর ব-দ্বীপ অঞ্চলটি হলো -
(ক) কোঙ্কন উপকূল
(খ) উত্তর সরকার উপকূল
(গ) মালাবার উপকূল
(ঘ) করমন্ডল উপকূল
সঠিক উত্তর: [খ] উত্তর সরকার উপকূল
[৪১] কচ্ছের রনে পতিত নদী হল-
(ক) নর্মদা
(খ) লুনি
(গ) তাপ্তি
(ঘ) সবরমতী
সঠিক উত্তর: [খ] লুনি
[৪২] ভারতের আবহাওয়া অফিস মৌসম-ভবন অবস্থিত-
(ক) নিউদিল্লিতে
(খ) মুম্বাইতে
(গ) দেরাদুনে
(ঘ) কলকাতায়
সঠিক উত্তর: [ক] নিউদিল্লিতে
[৪৩] 'Black Cotton Soil' নামে পরিচিত-
(ক) ল্যাটেরাইট মৃত্তিকা
(খ) পলি মৃত্তিকা
(গ) লোহিত মৃত্তিকা
(ঘ) কৃষ্ণ মৃত্তিকা
সঠিক উত্তর: [ঘ] কৃষ্ণ মৃত্তিকা
[৪৪] 'সকল শিল্পের মেরুদণ্ড' বলা হয়-
(ক) পাটশিল্পকে
(খ) লৌহ-ইস্পাত শিল্পকে
(গ) কার্পাস-বয়ন শিল্পকে
(ঘ) পেট্রোরসায়ন শিল্পকে
সঠিক উত্তর: [খ] লৌহ-ইস্পাত শিল্পকে
[৪৫] ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্যটি হল-
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তপ্রদেশ
(গ) বিহার
(ঘ) মহারাষ্ট্র
সঠিক উত্তর: [গ] বিহার
[৪৬] ভারতের মূল ভূ-খণ্ডের দক্ষিণতম বিন্দু হলো-
(ক) ইন্দিরা পয়েন্ট
(খ) তিরুবানন্তপুরম
(গ) রামেশ্বরম্
(ঘ) কন্যাকুমারীকা অন্তরীপ
সঠিক উত্তর: [ঘ] কন্যাকুমারীকা অন্তরীপ
[৪৭] ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম হলো-
(ক) চিল্কা
(খ) কোলেবু
(গ) পুলিকট
(ঘ) ভেম্বনাদ
সঠিক উত্তর: [ক] চিল্কা
[৪৮] ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা অবস্থিত –
(ক) সালেমে
(খ) জামশেদপুরে
(গ) দুর্গাপুরে
(ঘ) আসানসোলে
সঠিক উত্তর: [ক] সালেমে
[৪৯] ভারতের ইক্ষু গবেষণাগারটি অবস্থিত -
(ক) কটকে
(খ) পুসায়
(গ) লক্ষ্ণৌতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সুগার কেন রিসার্চ-IISR)
(ঘ) জোড়হাটে
সঠিক উত্তর: [গ] লক্ষ্ণৌতে
[৫০] ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকা -
(ক) পলি
(খ) লোহিত
(গ) ল্যাটেরাইট
(ঘ) কৃষ্ণমৃত্তিকা
সঠিক উত্তর: [ঘ] কৃষ্ণমৃত্তিকা
