মাধ্যমিক প্রস্তুতি 2021 Madhyamik Preparation 2021
১। জোয়ার ভাঁটার দুটি সুফল লেখো।
২। নদীর ধারণ অববাহিকা কী ?
৩। ষষ্ঠঘাতের সূত্র কী ?
৪। বার্খান কী ?
৫। বান ডাকা বলতে কী বোঝ ?
৬। শিশির কী ?
৭। গৌণ জোয়ার কাকে বলে ?
৮। নদী বিধৌত সমভূমি কাকে বলে ?
৯। হিমশৈল কী ?
১০। জোয়ার ভাঁটা নদীর নাব্যতাকে কীভাবে প্রভাব ফেলে ?
১১। পর্যায়ন কাকে বলে ?
১২। অশ্ব অক্ষাংশ কাকে বলে ?
১৩। অ্যারোসল বলতে কী বোঝ ?
১৪। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে ?
১৫। V
আকৃতির উপত্যকার সঙ্গে U
আকৃতির উপত্যকার দুটি পার্থক্য লেখো।
১৬। জেটবায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো ।
১৭। সংযোগ ও প্রতিযোগ অবস্থার মধ্যে পার্থক্য লেখো।
১৮। বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ বলয়ের স্থান পরিবর্তন সম্পর্কে কী জানো।
১৯। বৈপরীত্ত উত্তাপ কী ?
২০। ঝুলন্ত উপত্যকা কীকরে সৃষ্টি হয় ?
২১। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন ?
২২। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার দুটি অনুকূল পরিবেশ উল্লেখ করো।
২৩। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমন্ডল বলে কেন ?
২৪। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো।
২৫। নদী উপত্যকা ও হিমবায় উপত্যকার তুলনা করো।
ছাত্রছাত্রীরা তোমরা উত্তরগুলি লিখে মেল বডিতে টাইপ করে অথবা ইউনিকোডে
লিখে ওয়ার্ড ফাইল পাঠিয়ে দাও নিচের ইমেল আইডি তে। উত্তরের সঙ্গে তোমাদের নাম ও
বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে। তোমরা কাগজে লিখে ছবি তুলেও পাঠাতে পারো, তবে
সেক্ষেত্রে পরিস্কার ছবি হতে হবে।
সেরা উত্তরগুলি তোমাদের নাম সহ এই ব্লগে দেওয়া হবে।
ইমেল আইডিঃ feedbackmpstudyplus@gmail.com