ইতিহাসের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্ন সেট 1। [প্রতিটি প্রশ্নের মান ২]

মাধ্যমিক প্রস্তুতি 2021 Madhyamik Preparation 2021 মাধ্যমিক ইতিহাস Madhyamik History


১। খুঁতকাঠি প্রথা কি ?  
২। অভ্যত্থান বলতে কী বোঝ ?
৩। বারাসত বিদ্রোহ কী ?
৪। মদনমোহন তর্কালঙ্কার কেন বিখ্যাত ?
৫। তাম্রলিপ্ত জাতীয় সরকার কী ?
৬। বয়কট ও স্বদেশী বলতে কী বোঝ ?
৭। ভারতের লৌহমানব কাকে ও কেন বলা হয় ?
৮। কার্লাইল সার্কুলার কী ?
৯। বিপ্লব বলতে কী বোঝ ?
১০। দেবী সিংহ কে ছিলেন ?
১১। পেপসু কী ?
১২। রাজাকার বলতে কী বোঝ ?
১৩। বরদৌলি সত্যাগ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো।
১৪। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
১৫। ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?
১৬। সভাসমিতির যুগ বলতে কী বোঝ ?
১৭। চৌরিচৌরার ঘটনার গুরুত্ব কী ছিল ?
১৮। রসিদ আলি দিবস কী ?
১৯। মাউন্টব্যাটেন প্রস্তাব কী ?
২০। অলিন্দ যুদ্ধ কী ?
২১। উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গের ওপর কী প্রভাব ফেলেছিল ?
২২। মুন্ডা বিদ্রোহের যেকোনো দুটি গুরুত্ব উল্লেখ করো।
২৩। বাংলা ছাপাখানার বিকাশে চার্লস উইলকিনস কেন বিখ্যাত ?
২৪। কল্পনা দত্ত কেন বিখ্যাত ?
২৫। ভাইকাম সত্যাগ্রহ কী ?
ছাত্রছাত্রীরা তোমরা উত্তরগুলি লিখে মেল বডিতে টাইপ করে অথবা ইউনিকোডে লিখে ওয়ার্ড ফাইল পাঠিয়ে দাও নিচের ইমেল আইডি তে। উত্তরের সঙ্গে তোমাদের নাম ও বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে। তোমরা কাগজে লিখে ছবি তুলেও পাঠাতে পারো, তবে সেক্ষেত্রে পরিস্কার ছবি হতে হবে।
সেরা উত্তরগুলি তোমাদের নাম সহ এই ব্লগে দেওয়া হবে।   
ইমেল আইডিঃ feedbackmpstudyplus@gmail.com
Previous
Next Post »