প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা [সম্ভাব্য প্রশ্নাবলী]

 





মাধ্যমিক ইতিহাস ২০২২ [Madhyamik History 2022]

প্রথম অধ্যায়ঃ ইতিহাসের ধারণা

দীর্ঘ উত্তরভিত্তিক সম্ভাব্য প্রশ্নাবলী [প্রতিটি প্রশ্নের পূর্ণমান ৪]  

[০১] নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝ ? এই ইতিহাসচর্চার বৈচিত্র্যগুলি সংক্ষেপে উল্লেখ করো।

[০২] নতুন সামাজিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে খেলাধুলার ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করো।

[০৩] ইতিহাসের আধুনিক ধারণার প্রেক্ষিতে খাদ্যাভ্যাসের ইতিহাস কিভাবে ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে ?  

[০৪] আধুনিক ইতিহাসচর্চায় শিল্পচর্চার ইতিহাসের গুরুত্ব কি ?

[০৫] নতুন সামাজিক ইতিহাসচর্চায় পোশাক – পরিচ্ছদের ইতিহাসের গুরুত্ব লেখো।

[০৬] যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব আলোচনা করো।

[০৭] আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য হিসেবে দৃশ্য শিল্পের ইতিহাসের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা করো।

[০৮] সামাজিক ইতিহাসচর্চার উপাদান হিসেবে স্থাপত্যের ইতিহাসের ভূমিকা ব্যাখ্যা করো।

[০৯] ইতিহাসচর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ?    

[১০] শহরের ইতিহাস বলতে কী বোঝ ? এটি কিভাবে ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ?

[১১] আধুনিককালে সামরিক ইতিহাসের গুরুত্ব লেখো ।

[১২] পরিবেশের ইতিহাস বলতে কী বোঝ ? এর গুরুত্ব আলোচনা করো।

[১৩] বিজ্ঞান – প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস কিভাবে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্ব পেয়েছে, তা সংক্ষেপে আলোচনা করো।

[১৪] আধুনিক ইতিহাসে নারী ইতিহাস সম্পর্কে আলোচনা করো।  

[১৫] আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো।

[১৬] আধুনির ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার ভূমিকা নিজের ভাষায় ব্যাখ্যা করো।

[১৭] আধুনিক ভারতের ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ গ্রন্থটির গুরুত্ব লেখো।

[১৮] ইতিহাসের উপাদান হিসেবে ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো।

[১৯] আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটির গুরুত্ব লেখো।

[২০] ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহেরুর লেখা চিঠিপত্রগুলির ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করো।

[২১] আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ‘বঙ্গদর্শন’ পত্রিকার গুরুত্ব লেখো।

[২২] ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সোমপ্রকাশ’ গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো।    

[২৩] আধুনিক ইতিহাসের তথ্যসংগ্রহে ফটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো।

[২৪] আধুনিক ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো।  

Previous
Next Post »