মাধ্যমিক প্রস্তুতি 2021
Madhyamik Preparation 2021 মাধ্যমিক ভৌতবিজ্ঞান Madhyamik Physical Science
১। গ্রিনহাউস প্রভাবের ক্ষেত্রে CFC – র ভূমিকা
কী ?
২। উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
৩। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বর্ণের ওপর কীভাবে নির্ভর করে।
৪। আয়নীয় বন্ধনের দুটি বৈশিষ্ট্য লেখো।
৫। লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়া কী ?
৬। থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় কেন ?
৭। লোহায় মরিচা নিবারণের উপায় কী ?
৮। অপ্রচলিত শক্তি কাকে বলে ? উদাহরণ দাও।
৯। কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটে
সমীকরণসহ আলোচনা করো।
১০। খনিজ ও আকরিকের মধ্যে দুটি পার্থক্য লেখো।
১১। মার্স গ্যাস কোথায় উৎপন্ন হয় ? এই গ্যাসের মূল উপাদান কী ?
১২। জীবাশ্ম জ্বালানী সংরক্ষণের দুটি উপায় লেখো।
১৩। দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন কেন ?
১৪। CH4 – এর লুইস ডট গঠন অঙ্কন করো।
১৫। অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন ?
১৬। কার্বন বিজারণ পদ্ধতির একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।
১৭। মেথিলেটেড স্পিরিট কী ? এর একটি ব্যবহার লেখো।
১৮। তড়িৎযোজী যৌগগুলি কঠির অবস্থার তুলনায় জলীয় দ্রবণ বা গলীভূত
অবস্থায় অধিক তড়িৎ সুপরিবাহী হয় কেন ?
১৯। কার্যকরী মূলক কাকে বলে ?
২০। অ্যামোনিয়াকে ফেরিক ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে কী
কী চাক্ষুষ পরিবর্তন দেখা যায় ?
২১। স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য লেখো।
২২। অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো।
২৩। সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো।
২৪। ম্যাগনেশিয়াম ক্লোরাইড অণুর গঠন দেখাও।
২৫। অবস্থানগত সমাবয়তা কাকে বলে ?
ছাত্রছাত্রীরা তোমরা উত্তরগুলি লিখে মেল বডিতে টাইপ করে অথবা ইউনিকোডে
লিখে ওয়ার্ড ফাইল পাঠিয়ে দাও নিচের ইমেল আইডি তে। উত্তরের সঙ্গে তোমাদের নাম ও
বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে। তোমরা কাগজে লিখে ছবি তুলেও পাঠাতে পারো, তবে
সেক্ষেত্রে পরিস্কার ছবি হতে হবে।
সেরা উত্তরগুলি তোমাদের নাম সহ এই ব্লগে দেওয়া হবে।
ইমেল আইডিঃ feedbackmpstudyplus@gmail.com