ভূগোলঃ ৫০ + অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী

 


অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। 

মাধ্যমিক ২০১৯

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.৩.১ নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? 

উত্তরঃ শৈলোৎক্ষেপ বৃষ্টি বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বা সীমান্ত বৃষ্টি । 

২.৩.২ সুন্দরবনের কোন্ দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? 

উত্তরঃ লোহাচড়া । 

২.৩.৩ ভারতের মরু অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

উত্তরঃ জোরোফাইট। 

২.৩.৪ মরা জোয়ার কোন্ তিথিতে দেখা যায়?

উত্তরঃ অষ্টমী। 

২.৩.৫ গঙ্গা নদীর প্রবাহের কোন্ অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? 

উত্তরঃ নিম্নপ্রবাহ। 

২.৩.৬ ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। 

উত্তরঃ তরমুজ। 

২.৩.৭ ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? 

উত্তরঃ তামিলনাড়ু। 

২.৩.৮ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ দেরাদুন 

মাধ্যমিক ২০১৮ 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? 

উত্তরঃ আর্গ। 

২.৩.২ বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেট বিমান যাতায়াত করে?

উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার। 

২.৩.৩ সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? 

উত্তরঃ প্লাংটন। 

২.৩.৪ একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। 

উত্তরঃ ইউরেনিয়াম। 

২.৩.৫ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী? 

উত্তরঃ গোদাবরী। 

২.৩.৬ ভারতের কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়? 

উত্তরঃ গির। 

২.৩.৭ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। 

উত্তরঃ দামোদর। 

২.৩.৮ কোন্ মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়।

উত্তরঃ টোপোগ্রাফিকাল মানচিত্রে। 

মাধ্যমিক ২০১৭ 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.৩.১ যে-উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। 

উত্তরঃ জলবিভাজিকা। 

২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 

উত্তরঃ ১০০ %। 

২.৩.৩ ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয়?

উত্তরঃ উষ্ণ। 

২.৩.৪ প্লাস্টিক কোন্ ধরনের বর্জ্য? 

উত্তরঃ অপচনশীল। 

২.৩.৫ ভারতের সর্বোচ্চ গিরিপথ কোন্‌টি? 

উত্তরঃ খারদুংলা। 

২.৩.৬ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? 

উত্তরঃ সুন্দরবন বা গাঙ্গেয় ব-দ্বীপ। 

২.৩.৭ ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ?

উত্তরঃ রেগুর। 

২.৩.৮ কোন্ সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বই, চেন্নাই

ও কলকাতা যুক্ত হয়েছে?

উত্তরঃ সোনালী চতুর্ভুজ। 

মডেল - ১ 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.৩.১ সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত?

উত্তরঃ আর্গ। 

২.৩.২ বায়ুতে ভাসমান অতিসূক্ষ্ম কণাকে কী বলে ?

উত্তরঃ এরোসল। 

২.৩.৩ নৈশদ্যুতি মেঘ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে ? 

উত্তরঃ মেসোস্ফিয়ার। 

২.৩.৪ একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ দাও।

উত্তরঃ ম্যালাসপিনা। 

২.৩.৫ তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? 

উত্তরঃ কৃষ্ণা। 

২.৩.৬ একটি কাস্পেট বদ্বীপের উদাহরণ দাও।

উত্তরঃ তাইবার 

২.৩.৭ কোন্ বায়ুপ্রবাহ ‘The Doctor' নামে পরিচিত? 

উত্তরঃ হারমাট্টান। 

২.৩.৮ ভারতের কোন নদী কর্কটক্রান্তিরেখাকে দুবার ছেদ করেছে?

উত্তরঃ গঙ্গা। 

মডেল ২ 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.৩.১ বায়ুমণ্ডলের কোন্ স্তরে শুক্তি মেঘ দেখা যায়? 

উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার। 

২.৩.২ ভারত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম লেখো।

উত্তরঃ পশ্চিম অষ্ট্রেলীয় স্রোত। 

২.৩.৩ কৃত্রিম রবার কোন ধরনের বর্জ্য? 

উত্তরঃ জৈব অভঙ্গুর। 

২.৩.৪ কাবেরী নদীর ওপর অবস্থিত জলপ্রপাতটির নাম কী ?

উত্তরঃ শিবসমুদ্রম্। 

২.৩.৫ ভারতের কেন্দ্রীয় ধানগবেষণাগার কোথায় অবস্থিত

উত্তরঃ কটক। 

২.৩.৬ ভারতের ‘সিলিকন ভ্যালি’ কাকে বলা হয়? 

উত্তরঃ ব্যঙ্গালুরু। 

২.৩.৭ উদীয়মান শিল্প কাকে বলে?

উত্তরঃ পেট্রো - রাসায়নিক শিল্প। 

মডেল ৩ 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও । 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। 

২.৩.১ ভাগীরথী-হুগলি নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির? 

উত্তরঃ ম্যানগ্রোভ। 

২.৩.২ বায়ুমণ্ডলের কোন্ স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়?

উত্তরঃ মেসোস্ফিয়ার। 

২.৩.৩ দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত? 

উত্তরঃ 24 ঘন্টা 52 মিনিট। 

২.৩:৪ ভারতের কোন্ কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি রাজ্যের রাজধানী। 

উত্তরঃ চন্ডীগড়। 

২.৩.৫ ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম লেখো।

উত্তরঃ মৌসিনরাম। 

২.৩.৬ পশ্চিমবঙ্গের প্রধান তথ্যপ্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? 

উত্তরঃ সল্টলেক। 

২.৩.৭ প্লাস্টিক কোন্ ধরনের বর্জ্য? 

উত্তরঃ জৈব অভঙ্গুর। 

২.৩.৮ ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কবে স্থাপিত হয়?

উত্তরঃ ১৭৬৭। 

মডেল ৪ 

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও। 

২.৩.১ কোন্ পর্বতকে বসুধার ধবলশীর্ষ বলে? 

উত্তরঃ কারাকোরাম। 

২.৩.২ ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কী? 

উত্তরঃ ভেম্বানাদ কয়াল। 

২.৩.৩ কর্ণাটকে আম্রবৃষ্টিকে কী বলে? 

উত্তরঃ Cherry Blossom। 

২.৩.৪ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কী? 

উত্তরঃ সুন্দরবন। 

২.৩.৫ ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগারটির নাম কী? 

উত্তরঃ পুসা। 

২.৩.৬ ‘সকল শিল্পের মেরুদণ্ড’ কোন্ শিল্পকে বলা হয়? 

উত্তরঃ লৌহ ইস্পাত শিল্প। 

২.৩.৭ দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার বলা হয় কোন্ শহরকে?

উত্তরঃ কোয়েম্বাটুর। 

২.৩.৮ ভারতের মহাকাশ গবেষণার সদর দফতর কোথায় অবস্থিত?

উত্তরঃ বেঙ্গালুরু। 












Previous
Next Post »