ইতিহাস MCQ

SET I 
১. সঠিক উত্তরটি নির্বাচন করো :
১.১ ‘কেকের দেশ' বলা হয়—
(ক) নেদারল্যান্ড-কে (খ) স্কটল্যান্ড-কে (গ) ইংল্যান্ড-কে (ঘ) আইসল্যান্ড-কে
১.২ ‘মোহিনীঅট্টম’ নাচটি যে-প্রদেশের
(ক) অন্ধ্রপ্রদেশের (খ) কেরালার (গ) তামিলনাড়ুর (ঘ) ওড়িশার
১.৩ ‘জীবনের ঝরাপাতা' ধারাবাহিক প্রকাশিত হত—
(ক) আনন্দবাজার পত্রিকাতে (খ) অমৃতবাজার পত্রিকাতে (গ) তত্ত্ববোধিনী পত্রিকাতে (ঘ) দেশ পত্রিকাতে
১.৪ ‘জনশিক্ষা কমিটি’ গঠিত হয়—
(ক) 1813 (খ) 1820 (গ) 1823 (ঘ) 1833 খ্রিস্টাব্দে
১.৫ কেশবচন্দ্র সেনকে ‘ব্ৰষ্মানন্দ’ উপাধিতে ভূষিত করেন—(ক) রাজা রামমোহন রায় (খ) শিবনাথ শাস্ত্রী (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর (ঘ) আনন্দমোহন বসু
১.৬ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন
(ক) গিরিশচন্দ্র ঘোষ (খ) হরিশচন্দ্র মুখোপাধ্যায় (গ) মধুসূদন রায় (ঘ) শিশিরকুমার ভাদুড়ি
১.৭ চাইবাসার যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন
(ক) গর্ডন (খ) রোগসেস (গ) ভালহৌসি (ঘ) ব্রান্ডিস
১.৮ নীলদর্পণ নাটক প্রকাশিত হয় 
(ক) কলকাতা থেকে (খ) ময়মনসিংহ থেকে (গ) বারাসাত থেকে (ঘ) ঢাকা থেকে
১.৯ পাশ্চাত্যবাদী শিক্ষাবিস্তারের সমর্থক ছিলেন
(ক) প্রিন্সেপ (খ) রাজা রামমোহন রায় (গ) কোল ব্রুক (ঘ) উইলসন
১.১০ জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন
(ক) রাধাকান্ত দেব (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) প্রসন্নকুমার ঠাকুর (ঘ) রামকমল সেন
১.১১ "ভারতমাতা" চিত্রটির নামকরণ করেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর (গ) ভগিনী নিবেদিতা (ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১২ 'জাতীয় শিক্ষা" কথাটি প্রথম ব্যবহার করেন—
(ক) শচীন্দ্রনাথ বসু (খ) শচীন্দ্রপ্রসাদ সান্যাল (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) প্রসন্নকুমার ঠাকুর
১.১৩ ভঙ্গ বিরোধী আন্দোলন করার জন্য বালগঙ্গাধর তিলককে বন্দি করা হয়—
(ক) বিহার জেলে (খ) নাগপুর জেলে (গ) মান্দালয় জেলে (ঘ) মুম্বাই জেলে
১.১৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মহিলা এমএ ডিগ্রি লাভ করেন—
(ক) স্বর্ণকুমারী দেবী (খ) লীলা রায় (গ) সরোজিনী নাইডু (ঘ) সরলাবালা দেবী
১.১৫ কল্পনা দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন—
(ক) ঢাকায় (খ) কলকাতায় (গ) আন্দামানে(ঘ) দিল্লিতে
১.১৬ স্বদেশ বান্ধব সমিতি যুক্ত ছিল—
(ক) আইন অমান্য আন্দোলনে (খ) বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে (গ) অসহযোগ আন্দোলনে (ঘ) ভারতছাড়ো আন্দোলনে
১.১৭ কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল—
(ক) গোরু (খ) মই (গ) লাঙল (ঘ) কাস্তে
১.১৮ নরেন্দ্রনাথ ভট্টাচার্য-এর ছদ্মনাম ছিল—
(ক) রফিক (খ) পি এন ঠাকুর (গ) মি মার্টিন (ঘ) কর্তার সিং
১.১৯ নেহরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 
(ক) 1952 খ্রিস্টাব্দে (খ) 1852 খ্রিস্টাব্দে (গ) 1950 খ্রিস্টাব্দে (ঘ) 1948 খ্রিস্টাব্দে
১.২০ যে-অঙ্গরাজ্য 1875 খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে যুক্ত হয়(ক) নাগাল্যান্ড (খ) সিকিম (গ) গোয়া-দমন-দিউ (ঘ) ত্রিপুরা 
১.১ (খ) ১.২ (খ) ১.৩ (ঘ) ১.৪ (গ) ১.৫ (গ) ১.৬ (ক) ১.৭ (খ) ১.৮ (ঘ) ১.৯ (খ) ১.১০ (গ) ১.১১ (গ) ১.১২ (ঘ) ১.১৩ (গ) ১.১৪ (খ) ১.১৫ (ঘ) ১.১৬ (খ) ১.১৭ (গ) ১.১৮ (গ) ১.১৯ (গ) ১.২০ (খ)
SET II

১. সঠিক উত্তরটি নির্বাচন করো:

১.১ ভারতে ক্রিকেট খেলা শুরু করেছিল

(ক) ডাচেরা (খ) ইংরেজরা (গ) পর্তুগিজরা (ঘ) ফরাসিরা

১.২ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল

(ক) 1700 খ্রিস্টাব্দে (খ) 1600 খ্রিস্টাব্দে (গ) 1800 খ্রিস্টাব্দে (ঘ) 1900 খ্রিস্টাব্দে

১.৩ উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল

(ক) ঢাকা (খ) কলকাতা (গ) মুর্শিদাবাদ (ঘ) ফরিদপুর

15 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন-

(ক) সুভাৱচন্দ্ৰ বসু (খ) জওহরলাল নেহরু (গ) বিনায়ক দামোদর সাভারকর (ঘ) রাসবিহারী বসু

১৫ 'ডন' সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন - 

(ক) সতীশচন্দ্র মুখোপাধ্যায় (খ) সতীশচন্দ্র বসু

১.৬ ভারতের ‘নাইটিঙ্গল' নামে পরিচিত ছিলেন

(ক) প্রীতিলতা ওয়াদ্দেদার (খ) উষা মেহতা (গ) সরোজিনী নাইডু (ঘ) বীণা দাস

১.৭ 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন

(ক) শেখ আবদুল্লা (খ) জয়ন্তনাথ চৌধুরী (গ) হরি সিং (ঘ) চৌধুরি চরণ সিং

১.৮ 'বন্দেমাতরম' সংগীতটি যে উপন্যাস থেকে নেওয়া হয়েছে

(ক) গোরা (খ) আনন্দমঠ (গ) পথের দাবী (ঘ) সীতারাম

১৯ হিন্দু কলেজ স্থাপিত হয়

(ক) 1815 খ্রিস্টাব্দে (খ) 1816 খ্রিস্টাব্দে (গ) 1817 খ্রিস্টাব্দে (ঘ) 1818 খ্রিস্টাব্দে

১.১০ ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন—

(ক) চার্লস উত (খ) মেকলে (গ) লর্ড বেন্টিংক (ঘ) লর্ড আমহার্স্ট

১.১১ জীবনের ঝরাপাতা হল- 

(ক) একটি উপন্যাস (খ) রহস্য কাহিনি (গ) নাটক (ঘ) আত্মজীবনী

১.১২ উনিশ শতককে সভাসমিতির যুগ বলেছেন,

(ক) অনিল শীল (খ) শিবনাথ শাস্ত্রী (গ) রমেশচন্দ্র মজুমদার (ঘ) রমেশচন্দ্র দত্ত

১১৩ উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য যে চুক্তি হয়েছিল

(ক) নেহরু-লিয়াকত চুক্তি (খ) গান্ধি-আরউইন চুক্তি (গ) পুনা চুক্তি (ঘ) পঞ্চশীল চুক্তি

১.১৪ স্বরাজ্য দলের সভাপতি ছিলেন

(ক) চিত্তরঞ্জন দাশ (খ) মতিলাল নেহরু (গ) জওহরলাল নেহরু (ঘ) অরবিন্দ ঘোষ

১.১৫ রাজ্য পুন্যঠিন কমিশন গঠিত হয়

(ক) 1952 খ্রিস্টাব্দে (খ) 1953 খ্রিস্টাব্দে (গ) 1955 খ্রিস্টাব্দে (ঘ) 1960 খ্রিস্টাব্দে

১.১৬ ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দেন

(ক) জ্যোতিবা ফুলে (খ) শ্রীনারায়ণ গুরু (গ) বীরসালিঙ্গম (ঘ) কেশবচন্দ্র সেন

১.১৭ তৃতীয় গোল টেবিল বৈঠক হয়—

(ক) 1930 খ্রিস্টাব্দে (খ) 1931 খ্রিস্টাব্দে (গ) 1932 খ্রিস্টাব্দে (ঘ) 1929 খ্রিস্টাব্দে

১.১৮ অসহযোগ আন্দোলনে যুক্ত ছিলেন 

(ক) বাসন্তী দেবী (খ) মাতঙ্গিনী হাজরা (গ) বীণা দাস (ঘ) সুনীতি চৌধুরি

১.১৯ ভারতে সংগঠিত প্রথম উপজাতি বিদ্রোহ হল—

(ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) চুয়াড় বিদ্রোহ (ঘ) সন্ন্যাসী বিদ্রোহ

১.২০ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন

(ক) রামমোহন রায় (খ) শ্রীরামকৃষ্ণ (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) বিদ্যাসাগর 


১.১ (খ) ১.২ (গ) ১.৩ (খ) ১.৪ (গ) ১.৫ (ক) ১.৬ (গ) ১.৭(গ) ১.৮ (খ) ১.৯ (গ) ১.১০ (খ) ১.১১ (ঘ) ১.১২ (ক) ১.১৩ (ক) ১.১৪ (ক) ১.১৫ (খ) ১.১৬ (খ) ১.১৭ (গ) ১১৮ (খ) ১.১৯ (গ) ১.২০ (গ)


SET IIII

১. সঠিক উত্তরটি নির্বাচন করো।

১ .১ 'জীবনের ঝরাপাতা-গ্রন্থটি হল

(ক) উপন্যাস (খ) কাব্যগ্রন্থ (গ) জীবনীগ্রন্থ (ঘ) আত্মজীবনী

১.২ ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়-

(ক) হিরালাল সেনকে (খ) ঋত্বিক ঘটককে (গ) দাদাসাহেব ফালকে-কে (ঘ) সত্যজিৎ রায়কে

১.৩ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়

(ক) 1825 খ্রিস্টাব্দে (খ) 1830 খ্রিস্টাব্দে (গ) 1835 খ্রিস্টাব্দে (ঘ) 1845 খ্রিস্টাব্দে

১.৪ ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা বলা হয়-

(ক) মেকলে মিনিটকে (খ) উডের ডেসপ্যাচকে (গ) বেন্টিংকের ঘোষণাকে (ঘ) সনদ আইনকে

১.৫ 'হিন্দু বালিকা বিদ্যালয়' যে-নামে প্রসিদ্ধ—

(ক) বেথুন স্কুল (খ) হেয়ার স্কুল (গ) হিন্দু স্কুল (ঘ) প্রেসিডেন্সি স্কুল

১.৬ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়

(ক) 1859 খ্রিস্টাব্দে (খ) 1860 খ্রিস্টাব্দে (গ) 1865 খ্রিস্টাব্দে (ঘ) 1880 খ্রিস্টাব্দে

১.৭ বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে সেটি হল

(ক) রাধারাণী (খ) কপালকুন্ডলা (গ) দেবী চৌধুরাণী (ঘ) দুর্গেশনন্দিনী

১.৮ জমিদার সভার সভাপতি ছিলেন

(ক) প্রসন্নকুমার ঠাকুর (খ) দ্বারকানাথ ঠাকুর (গ) রাজনারায়ণ বসু (ঘ) রাধাকান্ত দেব

১.৯ ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয়- 

(ক) ঋষি অরবিন্দকে (খ) বঙ্কিমচন্দ্ৰ চট্টোপাধ্যায়কে (গ) স্বামী বিবেকানন্দকে (ঘ) রাজা রামমোহন রায়কে

১.১০ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল

(ক) জমিদার সভা (খ) ভারতসভা (গ) ইন্ডিয়ান লিগ (ঘ) বঙ্গভাষা প্রকাশিকা সভা

১.১১ বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন—

(ক) জগদীশচন্দ্র বসু (খ) সত্যেন্দ্রনাথ বসু (গ) চন্দ্রমুখী বসু (ঘ) আনন্দমোহন বসু

১.১২ ‘সন্দেশ’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন—

(ক) সুকুমার রায় (খ) লীলা মজুমদার (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরি (ঘ) সত্যজিৎ রায়

১.১৩ বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল—

(ক) বোম্বাইতে (খ) পাঞ্জাবে (গ) মাদ্রাজে (ঘ) গুজরাটে

১.১৪ বঙ্গভঙ্গ রদ হয়েছিল—

(ক) 1711 খ্রিস্টাব্দে (খ) 1811 খ্রিস্টাব্দে (গ) 1911 খ্রিস্টাব্দে (ঘ) 2011 খ্রিস্টাব্দে

১.১৫ তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল—

(ক) বাংলায় (খ) মহারাষ্ট্রে (গ) বিহারে (খ) অন্ধ্রপ্রদেশে

১.১৬ দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন—

(ক) কল্পনা দত্ত (খ) লীলা নাগ (রায়) (গ) বাসন্তী দেবী (ঘ) বীণা দাস

১.১৭ কলকাতায় ‘রশিদ আলি দিবস' পালিত হয়—

(ক) 1946 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি (খ) 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি, (গ) 1946 খ্রিস্টাব্দের 13 ব্রুয়ারি (ঘ) 1946 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি

১.১৮ দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন

(ক) জ্যোতিবা ফুলে (খ) নারায়ণ গুরু (গ) গান্ধিজি (ঘ) ড. আম্বেদকর

১.১৯ 1950 খ্রিস্টাব্দের ভারতের সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা ছিল

(ক) 3টি (খ) ৩টি (গ) 14টি (ঘ) 15টি

১.২০ 'ট্রেন টু পাকিস্তান' গ্রন্থটি লিখেছেন—

(ক) জওহরলাল নেহরু (খ) ভি পি মেনন (গ) খুশবন্ত সিং (ঘ) সলমন রুশদি 


উত্তরঃ 

১.১ (ঘ) ১.২ (গ) ১.৩ (গ) ১.৪ (খ) ১.৫ (ক) ১.৬ (গ) ১.৭ (গ) ১.৮ (ঘ) ১.৯ (গ) ১.১০ (ক) ১.১১ (ক) ১.১২ (গ) ১.১৩ (ঘ) ১.১৪ (গ) ১.১৫ (গ) ১.১৬ (খ) ১.৭ (গ) ১.৮ (ঘ) ১.১৯ (গ) ১.২০ (গ)।

Previous
Next Post »